Abar (তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে) | Minar Rahman | আবার | Siam Ahmed | Saira | Official Music Video

2023-05-17 156

Song: Abar | আবার | Music Video | Eid Exclusive
Singer: Minar Rahman | মিনার রহমান
Lyrics: Snahashish Ghosh |
Music: Rezwan Sheikh
Cast: Siam Ahmed & Saira Akter Jahan | সিয়াম আহমেদ ও সায়রা আক্তার
DOP: Suman Sarker
Direction: Mahmudur Rahman Hime
Asst director team: Emran Robin, Dipto Sikder, Sayeed Ahmed, Zamal Ahmed
Edit, color and grading: Mahmudur Rahman Hime
Label: Sangeeta

Bangla Lyrics:
শিরোনাম: আবার
কথা: স্নেহাশীষ ঘোষ
কন্ঠ: মিনার
সুর: মিনার


তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে?
তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?

দেবো না জল আসতে চোখে,
কোনদিনও আর,
আর একটিবার দাও যদি জল মোছার অধিকার।

তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে?
তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?

আমি তোমার নতুন ভোরের সূর্য হতে চাই,
আমি আবার তোমার আশার প্রদীপ হতে চাই।
দেবো না জল আসতে চোখে,
কোনদিনও আর,
আর একটিবার দাও যদি জল মোছার অধিকার।

তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে?
তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?

মুছে ফেলো অভিমানের দাগটি তুমি এবার,
হাসির আলোয় আমায় করো আলোকিত আবার।
দেবো না জল আসতে চোখে,
কোনদিনও আর,
আর একটিবার দাও যদি জল মোছার অধিকার।

তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে?
তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?

Business Email :mahbubarrahmanus120@gmail.com

Videos similaires